কলির যুগের ত্রিবেণী সঙ্গম
মেলার প্রচার চলছে;
কোটি টাকা খরচে সুব্যবস্থা
যোগী আদিত্যনাথ বলছে।
নিশ্ছিদ্র তার রক্ষণ ব্যবস্থা
Rss দেখভাল করছে;
কত পাপের বোঝা জড়ো হলে
আগুনে তা পুড়ছে।
মিথ্যা আশ্বাস মিথ্যা চমক
স্নানে পাপ হরে;
জীবের কি সাধ্য আছে
তত পাপ করে?
খুন কর ধর্ষণ কর
করো সব কিছু;
ওই সঙ্গম স্নান করলে
পাপ ছাড়ে পিছু।
যোগীর মতো স্বচ্ছ হবে
আর হবে পুরন্দর;
কে তোমারে পাপী বলে
ওহে অমানুষ সুন্দর?
মিথ্যা দিয়ে ভুলিয়ে রাখে
ধর্মীয় মৌলবাদ;
ব্যক্তি স্বার্থ পূরণ করতে
ধর্মের কত সাধ।
ক্ষমতার লোভ তপ্ত শোধ
অনেক পরিকল্পনার ফল;
ওই রাজনীতিতে ধর্ম এনে
সমাজে ছড়ায় হলাহল।
মানুষ তবু বিশ্বাস করে
যাজক,মৌলবী, সাধু;
দেখেও বাস্তব সম্মুখে তার
ভুল করে চিনতে বিধু
৫ই মাঘ, ১৪৩১,
ইং ১৯/০১/২০২৫,
রবিবার সন্ধ্যা ৬:০২। ২৬২০, ২৪/৯০,
২০/০১/২০২৫।