নেতা হতে পারে নেতৃত্বদানি
চেতনায় শ্রেষ্ঠ হবেন তিনি;
কঠিন সংগ্রামে সুদৃঢ় মনে
আনিবে জয় কৌশলে জিনি।

স্বচ্ছ দৃষ্টি ওই চেতনার সৃষ্টি
ভূত ভবিষ্যৎ অন্তরের কৃষ্টি;
বর্তমানে দাঁড়িয়ে জীবন নাড়িয়ে
নামাতে পারে আনন্দের বৃষ্টি।

যেন রাজদূত এই সেই বিধি
ঋদ্ধ করে অন্তরের নিধি;
আপন পর করে একাকার
তিনিই স্বার্থক জনপ্রতিনিধি।

১২ ই চৈত্র, ১৪৩০,
ইং ২৬/০৩/২০২৪,
মঙ্গলবার সকাল ৯:০৮। ২৩৫০,২০/১৭১,
২৬/০৪/২০২৪।