ওই হিংচে সিদ্ধ ভাত
করতে পারে মাত;
আত্মায় আত্মায় মিলেমিশে
যদি থাকে একসাথ।
ভিন্ন ভিন্ন অস্তিত্ব সবার
ভিন্ন চাহিদাও তার;
মিলতে গেলে একসাথে
দিতে হবে ছাড়।
ছাড়ের ভাবনা না থাকলে
ভাইয়ে ভাইয়ে সংঘাত;
এমনি ভাবেই আঁধারে ঢাকে
দিন এবং রাত।
দুদিনের এই ছোট্ট জীবন
কেন সংঘাত হবে?
ভালবাসার আগুনে পোড়াও
মনের বিভিন্নতা তবে।
মনের চেতনা মানবতার দান
মানুষই তো আমরা;
একই শিকড় আর ডালপালা
একই প্রাণ ভোমরা।
১৫ই চৈত্র ১৪৩০,
ইং ২৯/০৩/২০২৪,
শুক্রবার বিকেল ৩:২৩। ২৩২৬, ২০/১৮১, ০২/০৪/২০২৪।