পদব্রজে ওই আসমুদ্র হিমাচল
ভ্রমিয়াছেন ওই স্বামী বিবেকানন্দ;
হৃদয়ে তাঁর ভারতবর্ষ করিত ঝলমল
শ্রান্তি পারে নাই আনিতে মনে নিরানন্দ।
কঠিন জীবনের পাদপ্রদীপে দাঁড়ায়ে
মানুষের প্রতি দিয়েছেন হাত বাড়ায়ে।
খুঁজেছেন ঈশ্বর জীব জগতের মাঝে
যায় নাই খুঁজিতে কভু মসজিদে মন্দিরে;
দুরধ্যয় সন্ন্যাস ব্রত লেগেছে সেই কাজে
পেয়েছে খুঁজিয়া ওই জনমানসের অন্তরে।
জীব প্রেমেই শুধু পাওয়া যায় তাঁরে
এই নীল আকাশ তলে বা আপন ঘরে।
মানুষের প্রতি তাই একান্ত আহ্বান
ছেড়ে হিংসা দ্বেষ বাসোভালো মানুষেরে;
কন্ঠে কন্ঠে হোক ধ্বনিত সেই গান
কঠিন কর্মের মাঝে এলে অবসরে।
যেওনা খুঁজিতে বহুদূরে মনের ঘোরে
তোমারই চারিপাশে পাবে খুঁজে তাঁরে ।
২৭ শে কার্তিক;১৪৩০,
ইং ১৪/১১/২০২৩,
মঙ্গলবার বিকেল ৩:১৪। ৩১৮৮, ২৯/১৩৮, ২৫/১১/২০২৩।
অন্তঃমিলের ছন্দ - কখ,কখ, গগ,