মিথ্যার যুগে সত্যকে ফেলে
টাকা অনেক কথা বলে;
অনিত্যের দিন মানুষের ঋণ
ওই অর্থের কারণেই চলে।

মানুষ অমানুষ থাকে না হুশ
যখন চেতনায় আঁধার নামে;
ব্যক্তিস্বার্থে কিনে নেয় মানুষ
দেখি গরু ছাগলের দামে।

সহজ সরল কঠিন হয়
ওই মনের জটিল প্যাঁচে;
তাতেই দেখি কত মানুষ
দু-হাত তুলে নাচে।

১৫ই কার্তিক, ১৪৩১,
ইং ০১/১১/২০২৪,
শুক্রবার সন্ধ্যা ৫:৩০। ২৫৪১, ২৩/৯৩,
০২/১১/২০২৪।