ঘুমের থেকে উঠে দেখি
পলাশ আর কৃষ্ণচূড়ার ডালে ডালে আগুন
তাই তো বুঝি এলো এবার
বসন্তের হাওয়ায় ভেসে প্রাণের প্রিয় ফাগুন।
সবুজ পাতা কাপছে হাওয়ায়
আর ফুল ফুটেছে ডালে
ভ্রমররা তাই নাচছে দেখো
ওই হাওয়ার তালে তালে।
ডালে ডালে পাখিরা ঐ
সুর ধরেছে গানে;
আনন্দের ওই মহৎ উৎসব
প্রকাশিছে আপন কণ্ঠের তানে।
নতুন যৌবন উদ্যমি আজ
হাত ধরে ওই ছোটা;
কোথায় যাবে, কেন যাবে?
একসাথে তাই জোটা।
দিশেহারা পাগল পরা
হলো আত্মায় আত্মায় মিলন
যৌবনের ওই গানে গানে
আবেগ ভরে বুকের পর হেলন।
এটাই জীবন এটাই সৃষ্টি
দেখি সর্বত্র এই ধারা;
বাইরে আমরা কেউ নই বন্ধু
সেই প্রাণের অধিকারী যারা।
জীবন আছে সৃষ্টি আছে
আনন্দে সবাই আত্মহারা;
প্রাণী জগত তাই তো বেঁচে
আনন্দে উঠছে মেতে ধরা।
থাকুক বেঁচে বসন্তের ছোঁয়ায়
আগুনের ওই যৌবন;
আনন্দের ছোঁয়ায় জেগে উঠুক
ধরার এই মৌ বন।
৩রা জৈষ্ঠ, ১৪৩১,
ইং ১৭/০৫/২০২৪,
শুক্রবার সকাল ৮:২৭।২৩৭২, ২১/৭৭
১৮/০৫/২০২৪।