ভোরের পাখি দিল উঁকি
স্বপ্ন দেখার ছলে;
বাস্তব অবাস্তব ভাবনা এসে
মনের মাঝে দোলে।
অবাক হয়ে চেতন ফেরে
ভোরের পাখির ডাকে;
ওগো-স্বপ্ন চাই? স্বপ্ন নেবে?
কে যেন ওই হাঁকে।
স্বপ্ন মোদের জীবন সম্বল
স্বপ্নই যে সব;
স্বপ্নের মাঝে পাখিরা সব
ওই করে কলরব।
২৭শে আশ্বিন,১৪৩০,
ই ১৫/১০/২০২৩,
রবিবার বেলা ৯:৫৩। ২১৫৯, ১৯/১৬৩, ১৬/১০/২০২৩।