সুশাসন যখন ধ্বংসের পথে
শাসকরা তখন ধর্মকে ধরে।
দেশের মানুষকে ভুল বোঝাতে
সুশাসন যখন ধ্বংসের পথে।
বিভাজন আনে ধর্মের মতে
ওঠে গল্পের গরু গাছের পরে;
সুশাসন যখন ধ্বংসের পথে
শাসকরা তখন ধর্মকে ধরে।
৬ই মাঘ, ১৪৩০,
ইং ২১/০১/২০২৪,
রবিবার রাত ১২:২৩। ২২৬৯, ২০/৭৩, ০৫/০২/২০২৪।