সুখের সংঙ্গ বড় রঙ্গ
মনে মনে ভাবি;
কোনটা ছোট কোনটা বড়
কোথায় পাবো ছবি?

যেটা পেলাম সেটাই নিলাম
হই পরক্ষণেই ভবি;    
                    (নাছোড়বান্দা)
আরো ভালো পাবার জন্য
কোথায় পাবো চাবি?

শেষের শেষ নাই যেমন
সুখেরও শেষ নাই;
দুঃখটা তাই তো আসে
না চাইলেও পাই।

সুখের অভীষ্ট সুনির্দিষ্ট নয়
দিক পরিবর্তন ঘটে;
দুঃখের অভিমুখ একটাই শুধু
বারে বারে জোটে।

২৫শে চৈত্র ১৪৩০,
ইং ০৮/০৪/২০২৪,
সোমবার সকাল ৯:৪৪। ২৩৩৩, ২০/১৯৪, ০৯/০৪/২০২৪।