সুখ জন্ম-মৃত্যুর মাঝের পথ
সুখ ভালো-মন্দে থাকলে রথ।
সেই রথে চড়েই যাব চলে
হয়তো একদিন বহু দূরে।
সুখ যে মনের গোপন কথা
তোমার চিত্তের একটা ব্যথা।
শুধু উপশমের আশায় থাকা
সেই পথটা যে ভীষণ বাঁকা ।
কর্মের ফলে পেরিয়ে যায়
কেউ বা পথে ভিরমি খায়।
সুখের চাইতে দুঃখ ভালো
হয় সহানুভূতিতে টলোমলো।
আসবে হয়তো সেদিন ফিরে
আশায় বাসনায় রাখে ঘিরে।
জানি সুখের আনন্দ এটাই শুধু
যদি হাতটা এসে ধরে বঁধু।
২০শে ভাদ্র, ১৪৩১,
ইং ০৬/০৯/২০২৪
শুক্রবার সকাল ৯:৪৪।২৪৮৫, ২২/১৫৯,
০৭/০৯/২০২৪।