মাসের শেষ বছরের শেষ
ভুলে গিয়ে অতীতের রেশ
থাকতে হবে সবাইকে বেশ।
নতুন বছর নতুন আসর
সুখের হউক সবার বাসর
তাই আহ্বান বাজিয়ে কাসর।
দুঃস্বপ্নের রাত্রি ভুলে গিয়ে
সুখের আশায় থাকবো চেয়ে
বুকভরা সেই আশা নিয়ে।
ছোট্ট জীবন ছোট্ট আশা
ছোট্ট ছোট্ট মুখের ভাষা
যেন নতুন না হয় কীর্তিনাশা।
৩০শে চৈত্র, ১৪৩০,
ইং ১৩/০৪/২০২৪,
শনিবার সকাল ৯:৩৫।২৩৩৮, ২০/২০৬, ১লা
বৈশাখ, ১৪/০৪/২০২৪।