মন যদি বলে লিখে যাও তুমি
তবেই লিখতে পারি;
জোর করে ঐ পারিনা লিখতে
মন যে দেয় আড়ি।

লেখা শেষে ভাবি অবাকে বিস্ময়ে
কেন এমন ভাবনা এলো?
ছিল যেন তাহা ভাবনার অতীত
মন তাহা কোথায় পেল?

তাই মনে হয় সেই সৃষ্টির রহস্য
চিরকাল রহস্যেই ঘেরা থাকে?
জন্ম মৃত্যু তারা কাছের আপন
ভাবনায় হারিয়ে যায় বাঁকে।

১৫ই আষাঢ়,২৪৩১,
ইং ৩০/০৬/২০২৪,
রবিবার সকাল ৮:৩৬। ২৪১৬, ২১/১৭৬,
০১/০৭/২০২৪।