স্রষ্টা মেতে ছিল তাঁর সৃষ্টীতে
আর ধরণী ভিজেছিল বৃষ্টিতে
সবুজে সবুজে ভরেছিল ধরণীর দাওয়া;
সৃষ্টির সেই উষা লগনে
সৌম্য শান্ত আপন মননে
ধীরে ধীরে বয়েছিল দক্ষিণা হাওয়া।
কোকিলের কুহু কুহু রব
ভুলায়ে দিয়ে ছিল সব
জেগেছিল দোলা ওঁই হৃদয় গহনে;
চকিতে চমকি পুরুষ প্রকৃতি
বোঝে নাই তাঁরা পরাণের গতি
স্রষ্টার সৃষ্টির সেই নবীণ ধরণে।
স্পন্দিত পরাণ পুলকে ভূলোকে
আর জাগিয়া উঠীল আনন্দলোকে
মনের এ কোন ছোয়ায়?
পরাণে পরাণে পরশ লাগিয়া
হৃদয় বুঝি উঠিল জাগিয়া
গাহিল গান প্রণয় তৃষ্ণায়
জানিল দোহে ঐ দোহারে
তনু মন নাচিল আহারে
ওরা ভাসিল আনন্দ ধারায়;
আর হৃদয়ে হৃদয় রাখি
থাকিল না কিছু বাকী
ভালবাসা দোহারে বাঁধিল কারায়।
৯ই মাঘ, ১৪২২,
ইং ২৫/০১/২০১৬
সোমবার সকাল ৭:৩০। ২১৪৯, ১/১/৫৩, ০৬/১০/২০২৩।