"যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো
নবী পাইতো মদিনায়;
তবে দেশে ফিরে আইতো না কেউ
হজ করতে যারা যায়।

যায় কেউ টাকার গরমে
কেউ যায় দেশ ভ্রমণে;
আর ধনী যায় ধনের টানে
আনতে সোনা দানা
মসজিদ মন্দিরে আল্লাহ থাকেনা।"

আউলিয়ার ওই গান শুনে
আমার ভাই প্রাণ টানে
হতে ফকির আউলিয়া;
খুঁজবো আল্লাহ মানুষের মাঝে
জীবনভর সকল কাজে
শুধু ভালোবাসা দিয়া।

মানুষ ছাড়া এই দুনিয়ায়
আর তো কিছু নাই;
আল্লাহ বলো, হরি বলো
মানুষকে কেউ দেবে না ঠাঁই।

আলোর দিশা পেয়ে মনে
আউলিয়ার ওই গানে গানে
কেন আমরা বিপথগামী হই?
দুদিনের এই ছোট্ট জীবন
আর অনন্ত এই বিশ্ব ভুবন
আমরা সেই ক্ষমতাবান নই।

সীমিত মোদের জ্ঞানের পরিধি
দিয়ে অল্প নিধি গড়লো বিধি
কোথায় দুঃখের কথা কই?
হয়ে সেই জ্ঞানের প্রতিবন্ধী
পাবে না হেথায় প্রাণের সঙ্গী
বোধসাগরে পাবে না তো থই।

ভাবো বন্ধু সবাই ভাবো
আমরা এবার কোথায় যাব?
যাওয়ার পথ আর কোথাও নাই;
এই মানুষ তোমার আল্লাহ হরি
নেও ভালবাসায় আপন করি
স্বর্গের অস্তিত্ব শুধুই হেথায় পাই?

২৬শে আশ্বিন, ১৪৩১,
ইং ১৩/১০/২০২৪,
রবিবার সকাল ৯:৩৫। ২৫২৬, ২৩/২৯,
১৮/১০/২০২৪।