ওই দুঃশাসকের কুশাসনে
সত্য মিথ্যা হয়;
টাকার লোভ এতই  প্রকট
থাকে খুন-ধর্ষণের ভয়।

এক কর্তব্যরত ডাক্তার সেও
রেহাই পেল না;
অভিযুক্তরা ধরা পড়েও
জেল খাটল না।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
প্রমাণ করতে এসে;
টাকার পাহাড় পেয়েও হাতে
পালিয়ে গেল শেষে।

শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলো
শিক্ষা মন্ত্রীর হাতে;
চাকরি বিক্রি করা টাকা
বান্ধবী পায় রাতে।

কোটি কোটি সেই টাকা
পেলো সিবিআই;
প্রমাণের অভাবে শিক্ষামন্ত্রী
পেয়ে গেল রেহাই।

চুরি, খুন-ধর্ষণের কত মামলা
এই কুশাসনে হলো;
সবাই মুক্তি পেয়ে যাবে
কেমন সুশাসন বলো?

যেমন শাসক তেমন প্রশাসক
কেমন সোনায় সোহাগা;
দেশের এই হতচেতন জনগণ
তাদের দেবে পাহারা।

২৮শে অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ১৪/১২/২০২৪,
শুক্রবার সন্ধ্যা ৬:৩৮। ২৫৮৪, ২৪/০৩,
১৫/১২/২০২৪।