বিষ ছোবলে মারলে পরে
কষ্ট কম হবে;
ক্ষমতার নামে বাঙালি নিধন
ফাঁসিই হউক তবে।

শুধু ইউনুস নয় শফিকুর রহমান
এবং তাদের সাঙ্গপাঙ্গ;
প্রতিশোধ উন্মুখ দেখবে বাঙালি
ক্ষমতা লোভের রঙ্গ।

মুক্তমনা ওই ফারহাদ মাজহার
বন্দিত হবে যবে;
ফিরবে বাঙালি, বাঙালি সত্তায়
সোনার বাংলায় তবে।

সংরক্ষণ আন্দোলন, গোটা আন্দোলন
ছিল কুটিল পরিকল্পনা;
কেউ সমর্থন করেছে,  কেউ করেনি
ছিল স্বাভাবিক জল্পনা।

মিথ্যা প্রমাণ হলোই তাহা আজ
আমরা সত্য সম্মুখে দেখি;
রক্তের বিনিময়ে যে বাংলা পেলাম
আজ পাকিস্তানিতে মাখামাখি।

মুক্তিযুদ্ধের সব মুছে দিতে চায়
দিতে চাইবে একুশে ফেব্রুয়ারি;
সোনার বাংলায় ভাষাউর্দু চলবে
আর ভাষা বাংলা হবে প্রতিহারী?

জামাত প্রধান শফিকুর রহমান
দুর্বৃত্ত ঐ ইউনূসের মন্ত্রণা দাতা;
জাগো বাঙালি জাগো এবার
হতে হবে সোনার বাংলার ত্রাতা।

রাজাকার আলবদরে ভরে গেছে দেশ
জাতির পিতা করেছিল ক্ষমা তাদের;
সেই বেঈমানদের বুকে টানার মাশুল
এবার দিতে হবে এই বাঙালি জাতের।

রফিক শফিক এবং ত্রিশ লক্ষ বাঙালি
দিয়েছিল রক্ত সোনার বাংলার জন্য;
শত্রু মোকাবিলার সময় এসেছে বন্ধু
একমাত্র লক্ষ্য - নয় ভাবনা অন্য।

যে যেথায় আছো ঐক্যবদ্ধ হও
পুনরায় অস্ত্র নিতে হবে হাতে
ত্রিশ লক্ষের বিনিময়ে ষাট লক্ষ
সোনার বাংলা শত্রু শূন্য হয় যাতে।

ওই মধ্যপন্থা ছেড়ে দিয়ে এবার
দাঁড়াতে হবে সত্য পন্থার পাশে;
তবেই মুক্তি মিলবে মাতৃভূমির
পুনঃ সেই সোনার বাংলার বেশে।

২১শে অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ০৭/১২/২০২৪,
শনিবার সন্ধ্যা ৫:৪৮।২৫৭৭, ২৩/১৮১,
০৮/১২/২০২৪।

একমত হলে সমর্থন করুন সবাই
আজ বাঙ্গালীদের সেই কথাটাই ভাবাই।