বাংলার মাটি দূর্জয় ঘাটি
সোনার বাংলা মা:
পারেনা অন্যায়, ন্যায়কে দাবাতে
ইউনুস কি বোঝেনা?

তার যে সাথী হলো আজ
ওই রাজাকার জামাত;
বুঝি আর ফুটিবে না আলো
কাটিবে না রাত।

বাংলার বাঙালি হার মানেনি
শয়েছে ব্যথা শত;
জীবন দিয়েছে রক্ত দিয়েছে
বাঙালি করেনি মাথা নত।

প্রমাণ দিয়েছে বারে বারে তাঁরা
দিতে হবে আর বার;
এই সোনার বাংলা বাংলাই রবে
মানবে না কভু হার।

এই সবুজের দেশে মরুর ভাষা
চলতে পারে না কভু;
আজ ওই দুর্বৃত্তরা কহিতে  চাহে
বলে রুক্ষ ভাষা তবু।

আমাদের মধুর ভাষা বাংলা ভাষা
যার ধরায় তুলনা নাই;
উচ্চাঙ্গের ভাষা বাংলা স্বীকৃত জগতে
সেই ভাষা বলে বাঙ্গালীরাই।

৫ই পৌষ, ১৪৩১,
ইং ২১/১২/২০২৪,
শনিবার বেলা ১:০৭। ২৫৯৪,২৪/১৭,
২৫/১২/২০২৪।