স্মৃতিগুলো জমা থাকে
মনের মনিকোঠায়;
যায় হারিয়ে পার্থিব সব
কান্না হাসির দোলায়।
এই জগতের এটাই নিয়ম
ভেবে দেখো সবাই;
মাতা পিতা আর অর্থকরী
পেয়েও যে হারাই।
শুধু স্মৃতিটুকু পড়ে থাকে
ওই আমাদের সাথে;
আসা-যাওয়া সকল কিছু
হয় সবই শূন্য হাতে।
৪ঠা শ্রাবন, ১৪৩১,
ইং ২০/০৭/২০২৪,
শনিবার সকাল ১০:২৫। ২৪৩৮, ২২/৩২,
২২/০৭/২০২৪।