জন্মেছিল সোনার বাংলা
নয় মাসে ধরারগর্ভ হতে;
জীবনের সৃষ্টি যেমন হয়
ঠিক তেমনই ধারার ক্ষতে।

বাঙালি জাত প্রমাণ করেছে
জগতে শ্রেষ্ঠ জাতি তাঁরা;
স্বাধীনতার সেই কঠিন যুদ্ধে
সগর্বে হয়নি আত্মহারা।

মুজিবুর রহমানের আত্মত্যাগ
করেছে সোনার বাংলার সৃষ্টি;
দেশি-বিদেশি গোপন  চক্রের
ছিল দেশ বিরোধী দৃষ্টি।

সকল বাঁধা পেরিয়ে এসে
হল স্বাধীন সোনার বাংলা;
আলবদর আর রাজাকাররা
ছিল দেশবিরোধী হ্যাংলা।

অর্থের লোভে হাত মেলালো
ওই বিদেশী শত্রুর সাথে;
নিজের ভাইকে খুন করে
হয়না কষ্ট সম্পদ কেড়ে নিতে।

প্রিয় জাতির পিতা বঙ্গবন্ধুর
বলো মূর্তি ভাঙল কারা?
আজ মনে হয় সেই বিরোধী শক্তি
এবং তাদের বংশধর যারা।

শাসক প্রশাসক এবং দেশ
এ যে ভিন্ন অস্তিত্ব তাঁদের;
শাসক প্রশাসকের ত্রুটির দায়
কভু পরে না ঘাড়ে দেশের।

জাতীয় সম্পদ আমাদের সম্পদ
ওই ধ্বংস করলো যারা;
সোনার বাংলার বাঙালির কাছে
চিরদিন অপরাধী রবে তারা।

শাস্তি চাই আর মুক্তি চাই
দেশবিরোধী দুর্বৃত্তের হাত থেকে;
মুখোশ পরা যারা আছে
তাদেরও নিতে হবে ডেকে।

কলঙ্কের দাগ মুছতে হবে
এসো যারা বাংলা মায়ের সন্তান;
এটাও যে এক মুক্তিযুদ্ধ
করতে হবে বিবেক-বুদ্ধি দান।

২৭শে শ্রাবন,১৪৩১,
ইং ১২/০৮/২০২৪,
সোমবার দুপুর ১২:১৪। ২৪৬১, ২২/৮৮,
১৪/০৮/২০২৪।