জন্মের পরেই মৃত্যু আসবে
আমরা সবাই যাব চলে;
আমার প্রাণের কথা শেষের কথা
আজ এখানেই যাবো বলে।
অন্তরে তোমার আছে যাহা
দেও বিলিয়ে জগতে সবার মাঝে;
হয়তো তোমার ভাবনা একদিন
লেগে যাবে কোন ভাল কাজে।
তুমি যাহা ভাবতে পারো
অন্যরা তা পারে না;
তুমি ভাবো সবার কথা
বাকীরা ধার ধারে না।
জ্ঞানের আলো হোক প্রস্ফুটিত
তবেই আঁধার যাবে সরে;
মানুষ চলবে কঠিন জীবন পথে
ওই তোমার দিশা ধরে।
ধরার আকাশ ধরার বাতাস
দিয়েছে তোমায় দুহাত ভরে;
যাবার সময় দিয়ে যাও তুমি
তোমার সকল উজাড় করে।
ঋণের বোঝা কেন বইবে
তোমার যাবার সময় হলে;
সকল বোঝা নামিয়ে দিয়ে
যাও না মুক্ত হয়ে চলে।
মরেও তুমি বেঁচে রবে
তোমার ওই উত্তরসুরির মাঝে;
শ্রদ্ধার সাথে করবে স্মরণ
প্রভাত বেলায় কিংবা ওই সাঁঝে।
শেষের দিনে সাথে কেউ রবে না
কে টানবে তোমার বোঝা?
তাই মুক্ত হয়ে ওই শূন্য হাতেই
বুঝি যাওয়াই হবে সোজা।
২২শে বৈশাখ, ১৪৩১,
ইং ০৫০৫২০২৪
রবিবার দুপুর ১২;০৫। ২৩৬০,২১/৪৪, ০৬/০৫/২০২৪।