শ্রদ্ধেয় তরণী কান্ত অধিকারীর স্মরণে
(বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক)
          জাগ্রত বিবেক ২৫০২

ওই মহাকালের যাত্রাপথে
কোথায় চললে তুমি?
শিক্ষা দিলে, পথ দেখালে
পূর্ণ কর বাকী অংশখানি।

আমাদেরও তো যেতে হবে
তোমার শিক্ষা মানি;
অব্যক্ত আজ ব্যক্ত হউক
হউক জানাজানি।

তোমার সন্তানসম কত ছাত্র
রইল পড়ে পিছে;
পাবে কি শান্তি একা একা
সব হবে কি মিছে।

দুই তরণীর এক তরণী
অনেক আগেই চলে গেছে;
ছিলে তুমি প্রতীক হয়ে
আজ শূন্যে গেলে মিশে।

চোখের জলের শ্রদ্ধা জানাই
এইটুকুই তো সার;
এমন শিক্ষক কোথাও পাব না
সারা বাংলায় আর।

৬ই আশ্বিন, ১৪৩১,
ইং ২৩/০৯/২০২৪
সোমবার বেলা ১২:৫০। ২৫০২, ২২/১৯৮,
২৪/০৯/২০২৪।

শ্রদ্ধেয় দুই শিক্ষক শ্রী তরণীকান্ত সরকার এবং শ্রী তরণনিকান্ত অধিকারী কে দেখেছি পাশাপাশি। আমি ছাত্র ছিলাম শশিকর হাই স্কুলের। পেয়েছি ভালোবাসা দুয়ের। একজন চলে গেছে অনেক আগে আর একজন চলে গেল এই। এমন আদর্শবান শিক্ষক বুঝি আজ বাংলাদেশে কোথাও আর নেই। শ্রদ্ধার সাথে স্মরণ করি তাঁদের স্মৃতি। যারা পড়েছে তাঁদের কাছে পারিবে না ভুলতে সেই প্রীতি।