এইতো জীবন আনন্দের ভুবন
শ্রাবন সন্ধ্যা দেখে;
আর অস্তাচলে নেমেছে সূর্য্য
প্রাণর আবেগে মেখে।
ঝরো ঝরো ধারা বহিছে বাহিরে
লালমাখা ঐ সূর্যকিরণে;
দেখে অপূর্ব লাগে প্রকৃতির ছবি
আপন হৃদয়ের বরণে।
ময়ূর ডাকিছে কেকা সুরো রবে
পেখম খুলিয়া রঙে;
হারিয়ে যেতে চায় কোথাও যেন
প্রকৃতির ওই ঢঙে।
আহা সুরধ্বনি হৃদয়ের রানী
পায়ের নুপুর বাজে;
ভুলে যেতে চায় পিছনের টান
হারিয়ে প্রকৃতির মাঝে।
আহারে পরাণ করে আনচান
শ্রাবণ ধারা ওঠে গেয়ে
জাগে শিহরণ প্রাণের আবেগে
ভালবাসার ছোঁয়া পেয়ে।
১৯শে চৈত্র ১৪৩০,
ইং ০২/০৪/২০২৪,
মঙ্গলবার বিকেল ৪:২২। ২৩২৮,২০/১৮২,০৪/০৪/২০২৪।