আশার নেশায় শক্তি যোগায়
জীবন চলে তাই;
কৈশোর থেকে ঐ শেষ পর্যন্ত
তাহাই দেখতে পাই।
কেউ পৌঁছায় লক্ষ্যের কাছে
কেউবা বিফল পথে;
ভাগ্যের দোহাই কেউবা দেয়
জ্যোতিষ চর্চার মতে।
জ্যোতিষ চর্চা, তাবিজ কবজ,
মানুষকে দেখায় ভয়;
পাথর হীরা, নীলা, পরিধানে
নাকি ভাগ্য ফিরে যায়?
এতই যদি সেই ক্ষমতা তার
জ্যোতিষী গরীব কেন?
হোতে পারতো টাটা, বিরলা,
অমোঘ মন্ত্রবলে যেন।
শ্রমের বিকল্প নাই যে কিছু
বাকী ধান্দার কথা;
জ্ঞান বিজ্ঞানের যুগে আমরা
পাই চেতনায় ব্যথা।
মনুবাদের ওই পূজা পার্বণ
ব্যক্তি স্বার্থের কল;
মন্দির মসজিদ গির্জায় দেখো
শোষণের কৌশল।
১১ই পৌষ, ১৪৩১,
ইং ২৭/১২/২০২৪,
শুক্রবার রাত ১১:৪২। ২৫৯৭, ২৪/৩৫,
২৮/১২/২০২৪।