আনতে গেলে মনের জোর
চেতনায় হোক ভোর;
তবেই স্বচ্ছতায় খুলে যাবে
হৃদয়ের সেই দোর।
ক্ষমতাবানের ত্রুটি ত্রুটি নয়
দুর্বলেরই সব ত্রুটি;
এদিক ওদিক হলে পরেই
মানতে হয় ভ্রুকটি।
ওই রাষ্ট্রের শাসক যেমন
নারী-পুরুষও তেমন;
যত সময় ক্ষমতা থাকবে
ততক্ষণ চলবে শোষণ।
ওই শোষণমুক্ত সমাজ চাই
এবার সবাই ভাবো তাই;
সবার কাছে ঋণী আমরা
এছাড়া তো উপায় নাই।
৮ই বৈশাখ, ১৪৩১,
ইং ২১/০৪/২০২৪,
রবিবার সকালে ৯:২৬। ২৩৪৫,২১/১২, ২১/০৪/২০২৪।