ফুলের হাসি যেমন ভাসে
শিশুরাও যে তেমনি হাসে।
এই হাসি ও মিলিয়ে যায়
ঐ সুরক্ষা দিতে না পারায়।

অক্ষম আমরা এই জগতে
আনছি তাঁদের নিজের সুখে;
মাতা পিতার সেই কর্তব্য
করছি না তো দাঁড়িয়ে রুখে।

জাগো মানুষ রুখে দাড়াও
না হলে সব ধ্বংস হবে;
শিশুর হাসি রাখতে মুখে
চেতন চিত্ত খুলবে কবে?

শিশুর হাসি ফুলের হাসি
কখনো যেন না হয় বাসি;
এই জগতে ছড়িয়ে থাক
বিপদ আপদ সকল নাশী।

১৯শে বৈশাখ,১৪৩১,
ইং ০২/০৫/২০২৪,
বৃহস্পতিবার সকাল ৯:২৬। ২৩৫৮, ২১/৩৪,
য০৪/০৫/২০২৪,