ওই শিশুদিবস গুরুত্ব কোথায়
সেকি ওদের জন্য নয়?
ক্ষমতার গদি বাঁচানোর জন্য
বুঝি কৌশলের জন্ম হয়।
নিত্য নতুন পোশাক আশাক
আর শুনি ওই বক্তৃতার ফুলঝুরি;
দৃষ্টি দেবার সময় যে নাই
খাবার অভাবে ঝরছে কত কুড়ি।
দেখ ঝরছে রক্ত শিশুদের ওই
বর্বর দখলদারির আক্রমণে;
কিছু দেশ ও শক্তি অস্ত্র যোগায়
বর্বরদের ওই সেই রণে।
বিশ্ব শান্তির কথা এরাই বলে
ওদের লজ্জা হয় না মোটে;
সব শাসন ক্ষমতা ছেড়ে দিয়ে
ওরা চরাক গরুরপাল গোঠে।
শিশু আর শৈশব যদি ধ্বংস হয়
বলতো ভবিষ্যতের হবে কি?
এই বিশ্ব জগত মরবে শুকিয়ে
ওই বর্বরা একবারও ভাবি নি।
বর্তমান নির্ভর ভবিষ্যতের উপর
তাইতো সৃষ্টির ধারা বইছে;
এই শিশুরাই আমাদের ভবিষ্যত
কেন মানুষ এই ধ্বংস সইছে?
৩০ শে কার্তিক,১৪৩০,
ইং ১৭/১১/২০২৩,
শুক্রবার দুপুর ১২:২৩। ২১৯১, ১৯/২৪৬, ১৮/১১/২০২৩।