এই প্রকৃতি শেখায় জীবনকে
কেমনে বেঁচে থাকতে হবে;
বাঁচা থেকেই শৈল্পিক চেতনা
জীবের সৃষ্টির মধ্যে রবে।
ওই বাবুই, চড়ুই, টুনটুনি,
যেমন শিল্পের সৃষ্টি করে;
আবার পিপীলিকা উইপোকা
হয় স্রষ্টা তাঁদের সৃষ্টি ধরে।
মানুষের যেমন শৈল্পিক চেতনা
দেখি অন্য জীবেরও তাই;
জীবন সৃষ্টি স্রষ্টার শিল্প
ভাবলে অবাক হয়ে যাই।
এই জীবজগতের স্রষ্টা যিনি
ওই তাহার শিল্প দেখে;
সেই স্রষ্টার সৃষ্টি মানুষগুলো
আজও কিছুই নাহি শেখে।
সুন্দর ভাবে রাখার জন্য
সৃষ্টির স্রষ্টার কত চেষ্টা;
দেয় না জল সেই সৃষ্টি
তাঁর শত্রুর পেলের তেষ্টা।
নির্মমতা নয় যে শিল্প
শুধুই ধ্বংসের স্রষ্টা তারা;
ধ্বংস করে ধ্বংস হয়
হীন চরিত্রের জীব ওরা।
শিল্পের সৃষ্টি স্রষ্টার হাতে
অন্তরের পরম ভালবাসায়;
শিল্পীরা থাকে পথ চেয়ে
ওই নতুন সৃষ্টির আশায়।
২৬শে ভাদ্র, ১৪৩০,
ইং ১৩/০৯/২০২৩,
বুধবার সন্ধ্যা ৬:২০। ২১২৮, ১৯/৬৫, ১৪/০৯/২০২৩।