ভালো মানুষ যায়না পাওয়া
বলবো ভালো কারে?
দুই একজন মেলে হয়তো
আমরা রত্ন বলি তাঁরে।
শিক্ষা গুরু শেখায় মোদের
কত যত্ন করে;
তাঁদের মধ্যে অনন্য যেজন
সেই শিক্ষারত্ন ওরে।
শিখতে পারি তাঁহার কাছে
ছোট বড় যারা;
অনন্ত সেই জ্ঞানের আধার
নমস্য হয় তাঁরা।
শিক্ষারত্ন নয় কথার কথা
চিত্ত চেতনার ফল;
শ্রমের বিনিময়ে মিলে তাহা
যেন পরিশ্রুত জল।
দেয় অন্ধকারে আলোর দিশা
দেশ জাতীর তরে;
নিজের জীবন হয় উৎসর্গকৃত
প্রকৃতির নিয়ম অনুসারে।
ওই ধর্ম তাহার গুণমান
সহজ সরল ভাবে;
রত্নের রত্ন ওই শিক্ষারত্ন
আমরা বলি তবে।
২৬শে অগ্রহায়ণ,১৪৩০,
ইং ১৩/১২/২০২৩,
বুধবার রাত ১১:২৪। ২২২০, ২০/১৫, ১৭/১২/২০২৩।
আমার এই কবিতাটা প্রিয় ভাইপো কুট্টিকে( প্রসেনজিৎ) উৎসর্গ করলাম।
পশ্চিমবঙ্গ সরকার যাকে এ বছর শিক্ষারত্ন উপাধিতে ভূষিত করেছে।