বাঘ ঢাকে ওই শাক দিয়ে
যেন কেউ না দেখতে পায়
পুলিশরা ওই বন্দুক নিয়ে
দেখি বাঘ পাহারা দেয়।
বাঘের সাথে ঘোগের বাসা
রাজ্যের পুলিশ তাহা মানে
আপন করে পকেট ভরে
রাজ্যের মানুষ সেটা জানে।
কলঙ্কিত এই শাসক রাজ
শুধুই অপরাধীদের বাসা;
ওই জনগণ বাঁচুক মরুক
স্বচ্ছন্দে ওদের চাই হাসা।
হাসি আসে অর্থ এলে
তাহা কেমন করে পায়?
দুষ্কৃতিদের লিজ দিয়েছে
তাই হারিয়ে গেছে ন্যায়।
বাঘের মাসি শাসকের হাসি
আজ দেখছে সব জনগণ;
শাসক প্রশাসক এক হয়েছে
দেখি অবিচ্ছিন্ন তাদের মন।
২৬শে ফাল্গুন ১৪৩০,
ইং ১০/০৩/২০২৪,
রবিবার বেলা ২:২৪। ২৩০৪, ২০/১৪১, ১১/০৩/২০২৪।