শাসক যদি সুশাসক হয়
দেশের মঙ্গল চাইবে;
বিরোধী যারা দেশের মানুষ
দায় তারাও বইবে।
নানান ভাবে উন্নয়নের কথা
সবাই মিলে ভাববে;
তবেই উন্নয়নটা ত্বরান্বিত হবে
দেশটা তখন হাসবে।
ক্ষমতায় বসে বিরোধীদের
দূরে ঠেলা যায় না;
তারাও এই দেশের মানুষ
ভাবে ভালো ভাবনা।
মাওবাদী কিংবা নকশালবাদী
বিদেশী তারা নয়;
এই দেশের গরীব জনগণের
তারাও মঙ্গল চায়।
আলোচনার পথ রাখলে খোলা
দিশা বেরিয়ে আসবে;
এবং সেই পথে চলতে পারলে
দেশ উন্নয়নে ভাসবে।
দেশের জনগণের উন্নয়ন টাই
যদি মুখ্য হয়;
তবে বিরোধীদের ডাকতে কেন
সরকারের এত ভয়?
এসো সবাই মিলে একসাথে
দেশের মঙ্গল করি;
সকল মন্দ ছেড়ে আমরা
ওই উন্নয়নটাই বরি।
থাকবে সুখে দেশের সবাই
সুখে থাকবে জনগণ;
দূরে হঁটবে সব অপশাসন
ভাঙ্গবে দেশবিরোধী মন।
২২শে পৌষ, ১৪৩১,
ইং ০৭/০১/২০২৫,
মঙ্গলবার দুপুর ১২:৫০। ২৬০৯, ২৪/৬০,
০৯/০১/২০২৫।