রাজনীতিতে যখন থাকে না মানুষ
তখন থাকে সাধারন;
রাজনীতির সংস্পর্শে এলে পরেই
হয় যে অসাধারণ।
জগতে অসাধারণ যাদের বলি
তাঁরা সব জ্ঞানী গুণীজন;
তাঁদের জ্ঞানের ঘাটতি হলে পরে
জাগে মনে দুষ্কৃতীর মনন।
সমাজের ক্ষতি, জনগণের ক্ষতি
ওই দুষ্কৃতীরাই করে;
অসাধারণ হয় সেই মানুষজন
নিজেদের সংঘাতেই মরে।
ন্যায় অন্যায়ের সব সমীকরণ
একটা জায়গায় হবেই;
অন্যায়ের পথে দুঃখের বোঝা
আর ন্যায়ে সুখ পাবেই।
সেই সাধারনে আর অসাধারণে
সংঘাত লেগে আছে;
ন্যায়ের পথে সাধারণ অসাধারণ
আসে পরস্পরের কাছে।
১১ই মাঘ, ১৪৩০,
ইং ২৬/০১/২০২৪,
শুক্রবার রাত ৯:৫৩।২২৬০, ২০/৮৬, ২৭/০১/২০২৪।