দিনের শেষে রাত্রি আসে
আবার রাত্রির পরে দিন;
নতুন করে বাজে আবার
ওই হৃদয়ের সেই বীণ।
হারিয়ে ও ফিরে পাই
সেই প্রভাতের আলো;
নব রূপে জেগে ওঠে
লাগে প্রাণে বড় ভালো।
ভালো থাকুক যারা আছে
সুন্দর এই ধরণীর পরে;
মিলিয়ে পরান কন্ঠে গান
তাঁরা উঠুক জেগে ধীরে।
কলকাকুলিতে ভরবে ধরা
কাটিয়ে আবার সকল জরা
এমনি করেই আবর্তিত হয়
প্রকৃতি এবং ধরণীর যাঁরা।
৩০শে আশ্বিন,১৪৩০,
ইং ১৮/১০/২০২৩,
বুধবার বেলা ১১:০৬। ২১৬৪,১৯/১৭৮, ২১/১০/২০২৩।