স্বচ্ছন্দ আত্মতৃপ্তি ক্ষণিকের মোহ
চিরস্থায়ী এই জীবনে পায় নাই কেহ।
সুখ সুখ বলে আমরা ছুটি উর্ধ্ব শ্বাসে
জীবনের সম্মুখের পথ থাকে সেই আশে।

জটিল কুটিল আদি অন্ধকারে ঢাকা
স্বচ্ছন্দের ওই পথ দেখি অতি বাঁকা।
আশা থাকে ছুটি তাই অস্তিত্ব যার নাই
অনুভবি মনে মনে যদি খুঁজে তারে পাই।

সুখের পিছনে ছুটে দুঃখকে বরণ করে
তবুও সেই লড়াই চলে প্রতি ঘরে ঘরে।
দুঃখকে ছেড়ে সুখ পাবে না তো কোথা
তবু কেন পুষে রাখা মনে মনে ব্যথা।

চাতক চেয়ে থাকে ওই আকাশের পানে
দেও জল, দেও জল, বলে তার গানে।
জীবের অস্তিত্ব সত্য, সুখ দুঃখ নিয়ে
একক সুখ আসিবে না শত চেষ্টা দিয়ে।

১৮ই আশ্বিন,১৪৩১,
ইং ০৫/১০/২০২৪,
শনিবার সকাল ৮:৩৬। ২৫১৪, ২৩/১৮,
০৬/১০/২০২৪।