সন্ধ্যা হলেই দরজার ধারে
যাই ছুটে যাই বারে বারে
সবার সবাই এলো ফিরে
আমার সে তো ফেরে নাই।
সেই যে গেল সকালবেলা
খেয়ে গেল খই দুধ কলা
ওই খাবে এসে ছিল বলা
সবই ভুললো সে কি তাই?
ঝড়ে অশ্রু চোখের কোনে
এখন বলি কথা কার সনে
সব রাখি চেপে মনে মনে
তোমা কোথায় গেলে পাই?
তোমারে ছাড়া অন্ধ আমি
তুমি যে আমার কতখানি
ঐ হৃদয় দিয়ে আমি জানি
তুমি আমার শেষে দিনের ঠাঁই।
আসো আসো ফিরে আসো
আর সকল দুঃখ তুমি নাশো
জড়িয়ে বুকে ভালোবাসো
পরশে মুক্তি পাবো তাই।
কাঁদাইও না আর আমারে
আমি যে শুধু তোমার তরে
স্বপ্নে দেখি জেগে ভোরে
যেন পায়ের শব্দ শুনতে পাই।
আশায় আশায় থাকবো বসে
তোমার দেখা পাবার আশে
সকাল থেকে সন্ধ্যা আসে
তবু তোমার দেখা নাই।
১৩ই চৈত্র, ১৪৩০,
ইং ২৭/০৩/২০২৪,
বুধবার দুপুর ১২:৩২। ২৩২৪, ২০/১৭৫, ৩১/০৩/২০২৪।