সত্যের পথে চলা কঠিন
সারা জীবন ধরে;
মিথ্যার কাছে শিখতে পারি
একটু একটু করে।
আঁখি পল্লব আকৃষ্ট হয়
সুন্দর দেখলে পরে;
চরিত্রবানের চরিত্র যে
অন্তর দেয় ভরে।
সত্য সুন্দর কাঁদায় অন্তর
পারিনা ধরতে তারে;
চরিত্রে থাকে ভালো মন্দ
কাটে সত্যের ভারে।
৩২শে জৈষ্ঠ,১৪৩১,
ইং ১৫/০৬/২০২৪,
শনিবার সকাল ৯:২৬। ২৪০২,২১/১৩৪,
১৭/০৬/২০২৪।