ওরা বলবে ওরাই ঠিক
আমি বলবো আমি;
ঐ পরম সত্য একটাই
করি টানাটানি।

সূর্য উঠবে অস্ত যাবে
সনাতনের ধারা;
সত্যের জয় অবধারিত
দেবে বাঁধা কারা?

চেতনাতে  জ্বালো আলো
থাকবে না আর ভয়;
আঁধার যাবে তবেই উবে
ঐ আলোর হবে জয়।

৪ঠা ভাদ্র, ১৪৩১,
ইং ২১/০৮/২০২৪,
বুধবার সকাল ১২:৫০। ২৪৬৯, ২২/১১৫,
২২/০৮/২০২৪।