আবেগ নয় বন্ধু বাস্তব দিয়ে
বর্তমানকে বিচার করতে হবে;
ভুল হলে আর রক্ষা থাকবেনা
দৃশ্যের যবনিকা নেমে যাবে।

বন্ধু তোমরা যারা বিবেকবান
ওই সত্যের পথের পথিক;
তোমাদেরই আজ নিতে হবে দায়
জাতিকে দেখাতে হবে দিক।

সত্যের বিকল্প হয় না বন্ধু
মিথ্যা শুধুই বিদ্যুতের ঝলক;
ক্ষণিকের তরে চকচক করে
দেয় না দীর্ঘস্থায়ী আলোক।

বুঝাতে পারি না অন্তর কাঁদে
কষ্টে বক্ষ ফেটে যায়;
আমি বন্ধু ছিলাম মুক্তিযোদ্ধা
ভাবি আছে আমার দায়।

তোমাদের প্রতি আছে বিশ্বাস
এই আঁধারে জ্বালবে আলো;
নতুন সূর্যের সোনার বাংলা
থাকবে তোমাদের হাতেই ভালো।

বারবার বলি মা ও মাতৃভূমি
কোন তুলনা তাহার নাই;
জানি জন্মের পরে মৃত্যু হবে
হেথায় যে মাকে খুঁজে পাই।

মা মা বলে কত ডাকি
ওই স্বপ্নেও জাগরণে;
সেই মুক্তিযুদ্ধে মৃত্যু হলে
ধন্য হতাম স্মৃতির আভরণে।

২৬শে শ্রাবন, ১৪৩১,
ইং ১১/০৮/২০২৪,
রবিবার বেলা ১১:০০। ২৪৫৮,২২/৮৩,
১২/০৮/২০২৪।