সত্যের বাণী প্রকাশে ধ্বনি
আঁধার কেটে যাবে;
ভোরের আলো ফুটলে পরে
শান্তি সবাই পাবে।

তাই অপেক্ষাতে আছি সবাই
তাকিয়ে পূর্ব দিকে;
ওই মনের জোর হারিওনা বন্ধু
চেতনা না হয় যেন ফিকে।

আর জন্মভূমি মায়ের কথা
যদি থাকে বুকে;
প্রকাশ কর লড়াইয়ের কথা
লিখে কিংবা মুখে।

ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে
দিয়েছে রক্ত মুক্তিযুদ্ধে;
আবার হয়তো দিতে হবে রক্ত
এলড়াই শত্রুর বিরুদ্ধে।

১৬ই অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ০২/১২/২০২৪,
সোমবার বেলা ১১:৪২। ২৫৭২,২৩/১৭১,
০৩/১২/২০২৪।