রূপ ধরা পড়ে অনন্য রূপে
মিথ্যাকে দিলে ঠাঁই;
অপ্রিয় তাদের কার্যকলাপ
বাস্তবে খুঁজে পাই।
বাঁচাতে নিজেরে কত কথা বলে
ঔচিত্য থাকেনা আর;
অপরাধ সব ঢাকতে গিয়েই
সত্য বেরিয়ে আসে তার।
নিজের দায় পরের ঘাড়ে
চাপিয়ে দিতেই ব্যস্ত;
দেখি চিত্রকর চিত্র আঁকে
পরিকল্পিতই সমস্ত।
অর্থের লোভ ক্ষমতার লোভ
লোভে হয় একাকার;
দুর্বৃত্তিদের সাথে নিতে তাই
করেনা প্রশ্ন আর।
ওরাই যে ক্ষমতার চাবি
মিথ্যায় ভরা নাও;
ডোবার সময় এসেই গেছে
ধীরেধীরে তারী বাও।
সত্যরা বাঁচে মিথ্যারা মরে
এই জগতে শাশ্বত;
পাপের বোঝায় ভাঙলে ঘাড়
কি করবে দয়িত?
৩০শে শ্রাবন, ১৪৩১,
ইং ১৫/০৮/২০২৪,
বৃহস্পতিবার দুপুর ১২:২৩। ২৪৬৩, ২২/১০০,
১৬/০৮/২০২৪।