সত্য জন্ম ওই সত্য মৃত্যু
সত্যের মতো আর কিছু নয়;
এই জীবনের চাওয়া পাওয়া
কে হবে আর তোমার সহায়?
সহায় সাথী প্রাণীর ব্যথি
কাছের ছাড়া কে হতে চায়;
আর পাবে না কেউ হবে না
জীবনের ওই কঠিন সময়।
অন্যরা সব পালিয়ে যাবে
ওই তোমারে একলা ফেলে;
চলতে চলতে পথের মাঝে
চাইবে না আর পিছন ফিরে।
প্রাণের পাখির ঝরবে আঁখি
সেই মানুষদের বিবেকে দেখি;
যাদের পাশে ছিলে হেসে
ছিল তাঁরা সবাই মেকি।
চেতনা শক্তি জাগাও অতি
চিনতে হবে ওই চারিপাশ;
আর অন্ধভাবে চলতে গেলে
গলায় তোমার পড়বে যে ফাঁস।
সত্য ছেড়ে মিথ্যা এলে
যায় হয়ে সব এলেবেলে;
শেষে ডুববে তরী মাঝ দরিয়ায়
হবে সমাধি গভীর জলে।
তাই সত্য ছাড়া আর কিছু নয়
নিও না কেউ মিথ্যার দায়;
কষ্ট হলেও বর্তমানে, ঐ ভবিষ্যত-
সত্যই তোমার হবে সহায়।
১০ই চৈত্র, ১৪৩০,
ইং ২৪/০৩/২০২৪,
রবিবার বেলা ১১:১৫। ২৩২০, ২০/১৬৭, ২৭/০৩/২০২৪।