কেউ কি পারে সত্য ছাড়তে?
সত্য জীবন সাথী;
সত্য সকল অনু পরমানু
সত্যই সেই রথী।

সত্যের হয়না কোন পরিবর্তন
ওই সত্য চিরন্তন;
সত্যই পারে ঘুচিয়ে দিতে
সব মিথ্যার আবরণ।

৩০শে ভাদ্র, ১৪৩১,
ইং ১৬/০৯/২০২৪,
সোমবার সকাল ৯:৫৩। ২৪৯৫, ২২/১৮০,
১৭/০৯/২০২৪।