মানীদের কাছে মনেরা বাঁচে
হৃদয়ের কাছে হৃদয় ;
আমি তুমি সব এক হয়ে যায়
ঐ হলে একটু সদয়।
দুঃখীদের কাছে দুঃখরা আসে
সুখীদের কাছে সুখ;
জীবনের কাছে মৃত্যুরা আসে
দেখি হাসি কান্নার মুখ।
আকাশের কাছে মুক্ত হৃদয়
বাতাসের কাছে উচ্ছল;
আঁধারের কাছে আঁধিরা আসে
আর আলোরা করে ঝলমল।
সনাতনের কাছে প্রকৃতি হাসে
মিথ্যার কাছে গল্প;
সত্য যে ওই চিরন্তন ভাই
বুঝে নিতে চাই অল্প।
১০ই আষাঢ়, ১৪৩১,
ইং ২৫/০৬/২০২৪,
মঙ্গলবার সন্ধ্যা ৬:২০। ২৪১৩, ২১/১৬২,
২৭/০৬/২০২৪।