সত্যের যে বিকল্প নাই
খুঁজলেই তাহা পাই।
জন্মের পরে ছিল না ধর্ম
মতবাদের ভীতটাই কর্ম।

আমরা যে শুধুই মানুষ
ঐ মিথ্যাতে হারাই হুশ।
ক্ষণিকের চমক দেখে
সবাই কি মিথ্যা শেখে?

সত্য যদি চেতনা হয়
থাকবে না কোন ভয়।
মিথ্যা ছেড়ে সত্য ধরে
এই জীবন বাঁচতে পারে।

এসো এবার সবাই বাঁচি
নিজ চেতনায় সত্য যাচি।
মিথ্যাকে সরিয়ে দিয়ে
শান্তিতে বাঁচুক হিয়ে।

ধন্য হবো আমরা সবাই
সকল বিভেদ ঘুচিয়ে তাই।
এই মনুষ্যত্ব আর মানবতা
হউক আমাদের চেতনা দাতা।

২৮শে শ্রাবন,১৪৩১,
ইং ১৩/০৮/২০২৪,
মঙ্গলবার বেলা ১:৪৩। ২৪৬২, ২২/৯৭,
১৫/০৮/২০২৪।