ভালোর সাথে মিশলে পরে
ভালো চেতনা আসে;
ভালোয় ভালোয় মিলে মিশে
সবাই আনন্দে ভাসে।
ওই ভালো মন্দের সংঘাতে
আকাশ মেঘলা হয়;
আর অসময়ে আকাশ থেকে
আলো দিশা হারায়।
কে ফিরাবে দিশা তাহার
বর্ষণ না হলে?
তবেই মেঘ যাবে কেটে
প্রকৃতি তাই বলে।
প্রকৃতি থেকে শিক্ষা মোদের
ওই সত্য সনাতন;
যায় না যেন হারিয়ে তাহা
সেই অমূল্য রতন।
১০ই পৌষ,১৪৩০,
ইং ২৭/১২/২০২৩,
বুধবার সকাল ৯:৪৪। ২২৩১, ২০/৩৫, ২৮/১২/২০২৩।