সত্য কথা বলছো তুমি
সত্য তোমার সাথে;
মিথ্যার পিছে ছুটছে ওরা
সবই রবে পথে।
এখন ওরা বুঝবে না
হিংসা দ্বেষে ভরা;
শান্ত হলে কষ্ট পাবে
হবে সুখহীন ধরা।
ধর্ম ওদের মূল ভিত্তি
গুরুর কথায় চলে,
বিবেক ছাড়া জীবন যে
তাই চেতনায় বলে।
সত্য যে বড় ধীরস্থির
মিথ্যারা চঞ্চল;,
কি খেলা খেলবে ওরা
নিশ্চয়ই ফুটবল?
২৭শে শ্রাবন,১৪৩১,
ইং ১২/০৮/২০২৪,
সোমবার বিকেল ৪:৪0।২৪৬০, ২২/৮৯,
১৩/০৮/২০২৪।