জন্মের পর মৃত্যু আসে
সব ঘটনাই বাস্তব;
মৃত্যুর পরে যাহা ঘটে
সবই তো অবাস্তব।
স্বর্গ নরক ফেরেশতা বলো
ওসব কল্পনার ফল;
মৃত্যুর পরে বাস্তব চিত্রে
ঢেলে দিচ্ছে জল।
ওই মতবাদকে ধর্ম বলে
যেমন চালায় যাজকেরা;
তেমনি ভয় দেখিয়ে মিথ্যা গল্প
লেখেন লেখকেরা।
রামায়ণ মহাভারত কাব্যিক গল্প
তাকে দিতে বাস্তব রূপ;
হাজার হাজার বছর চেষ্টা করে
জ্বেলেছে অযোধ্যায় ধুপ।
স্বার্থ থাকে জাতি গোষ্ঠীর
স্বার্থ ব্যক্তি ভাবনার;
তাই মতবাদ কে ধর্ম বলে
থাকে চেষ্টা চালাবার।
মৃত্যু ভয়ে থাকবে পরে
এই ধরার জনগণ;
আর লুঠে খাবে ব্যক্তিস্বার্থে
স্বার্থান্বেষীরা জনগণের ধন।
গল্প থাকে কিছু সত্য
বাকি মিথ্যে দিয়ে মোড়া
গল্পকাররা আবেগ দিয়ে
ছুটায় সত্য মিথ্যার ঘোড়া।
২৭শে পৌষ, ১৪৩১,
ইং ১২/০১/২০২৫,
রবিবার দুপুর ১১:৪২। ২৬১৩, ২৪/৭৩,
১৩/০১/২০২৫।