সত্য মিথ্যার দ্বন্দ্বে আজ
জগত সংসার শ্রান্ত;
পথের দিশা না পেয়ে ওই
আমরা সবাই ক্লান্ত।

শাসক প্রশাসক সবাই দেখি
মিথ্যা কথা বলে;
মিথ্যার ঝাঁপি খুলে তারা
নিজের স্বার্থে চলে।

শিক্ষা চুরি, চাকরি চুরি
পুকুর চুরি বলে;
চুরির অর্থে অট্টালিকা
ওই যে ওরা গড়ে।

হা ভাতে ওই দীনজনেরা
দিন আনে দিন খায়;
মনের সুখে ঘুমায় তাঁরা
থাকেনা সত্য মিথ্যার ভয়।

কামচোর সব বড় লোকেরা
মিথ্যার পায়ে খাড়া;
সত্যের ধাক্কায় ভেঙে পড়লে
পারেনা দিতে জোড়া।

৩রা আষাঢ়,১৫৩১,
ইং ১৮/০৬/২০২৪,
মঙ্গলবার বিকেল ৪:১৩। ২৪০৪,২১/১৩৭,
১৯/০৬/২০২৪।