দর্শনের দর্শন কুরুক্ষেত্রের রণ
তাই ঘটেছিল ওই ধর্মযুদ্ধে মরণ।
গল্প সে কি সত্য কিনা? নাই জানা,
অন্ধকারকে অবিশ্বাস করা তাই মানা।
জগত জুড়ে চলছে তাই কেউ নয় কারো ভাই
নিরপরাধ মরছে কত অনাথ হয়ে বাঁচছে যত
বলতে পারো ওরা পাবে কোথায় ঠাঁই?
সবাই কেন নীরব তবে দিনের শেষে হিসাব হবে
ভাবতে বলি আজ, বেছে নেও নিজের কাজ
লেখা রবে স্বর্ণাক্ষরেই ওই ইতিহাসে তাই।
বিকল্পটা খুঁজতে গেলে সময় যে হারিয়ে যাবে
ছোট্ট জীবন ছোট্ট কথা কোথায় তুমি খুঁজে পাবে?
ওই সবাই দেখো ছুটছে পথে আপন রথে
পাগলের মতো ভাবছে অতি, কাহার মতে?
সত্যটা জানতে হবে থামতে হবে সময় এলে
সেই সত্য কভু হয়না বন্ধু ভাবনার মত এলেবেলে।
মিথ্যা যখন ফুরিয়ে যাবে সত্য তখন সম্মুখে পাবে
ভাবনা ছেড়ে মিথ্যা নিয়ে অথৈ জলে ডুবতে হবে।
১৭ই অগ্রহায়ণ,১৪৩০,
ইং ০৪/১২/২০২৩,
সোমবার সকাল ১০:১৬। ২২০৮, ১৯/২৬৩, ০৫/১২/২০২৩।