চেতনাই বোঝাতে পারে
আসল নকল কে?
যে চুরি করে পালিয়ে যায়
নকল বন্ধু সে।
মিষ্টি মধুর কত কথা
নকলরা-ই যে বলে;
নিজের স্বার্থে কর্ম করে
বলে কিংবা ছলে।
একটু ধৈর্য ধরে থাকতে হবে
সময় বলে দেবে;
কোনটা আসল কোনটা নকল
কোনটা বিকল হবে।
মিথ্যার জয় হয় না কভু
ওই সত্য চিরন্তন;
জন্মের পরে মৃত্যু আসে
মানে কি এই মন?
মানতে হবে সবই একদিন
শুধু সময়ের অপেক্ষায়;
বলতে পারো এই জগতে
হয় কেন জয় পরাজয়?
১২ই অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ২৮/১১/২০২৪,
বৃহস্পতিবার রাত ১১:০৬। ২৫৬৯, ২৩/১৬১,
৩০/১১/২০২৪।