সত্য দিয়ে আঘাত কর
মানুষের চেতনা ফেরাতে;
মিথ্যা দিয়ে আনন্দ দিও না
কাউকে এই ধরনীতে।
মিথ্যার জালে জড়িয়ে গেলে
পারবে না আর ছাড়াতে;
মিথ্যায় মিথ্যায় জীবনটাকে
দিও না আর বাড়াতে।
সত্য বড় কঠিন জানি
মিথ্যাটা সহজ বটে;
আনন্দটা তখন পাবে
সত্যটা যদি ঘটে।
১৮ই অগ্রহায়ণ,১৪৩০,
ইং ০৫/১২/২০২৩,
মঙ্গলবার সকাল১০:১৬। ২২০৯, ১৯/২৬৫, ০৬/১২/২০২৩।